বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

ব্যতিক্রম হও

বলা হয়ে থাকে যে, দুনিয়ার সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে, পরিবেশের সাথে যারা খাপ খাইয়ে চলতে পারে, সমাজের সাথে যারা adjust করে চলতে পারে তারা Smart. কিন্তু সত্যিই কি তাই ? যদি তাই হয়ে থাকে তাহলে তো প্রাণীজগতের মধ্যে তেলাপোকাকেই সর্বাপেক্ষা Smart বলতে হয়। কেননা, ডাইনোসরের মত অত বড় দানব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা সেই ডাইনোসরের আগে ছিল, আজও আছে। যে কোন পরিবেশে সে খাপ খাইয়ে নিতে পারে। আগে আমাদের বাসায় ( 3 বছর আগেও ) তেলাপোকা মরে যেত বিষ খেয়ে, আর বর্তমানে সেই একই বিষ খেয়ে কিছুক্ষণ ঝিম মেরে পড়ে থাকে। তারপর উঠে দৌড় দেয়। অর্থাৎ ঐ বিষ খেতে খেতে শরীরে সেটা সহ্য করার ক্ষমতা জন্মে গেছে। তা হোক, তেলাপোকা কি কখনো পৃথিবীতে বীরের মত বাঁচতে পারছে ? Nope. সবসময় মানুষ দেখলেই দৌড়, যে কোন আকারে বড় প্রাণী দেখলেই দৌড়। কি ভীরুর জীবন। তাই না ? তাহলে, আমি যদি বলি যে, পরিবেশের সাথে খাপ খাওয়ানো ভীরু তেলাপোকার চেয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে না পারা ডাইনোসরেরাই বেশী Smart. তবে কি খুব ভুল বলা হবে ? I don't think so. এটা ঠিক যে জীবজগতে সর্বত্র টিকে থাকার লড়াই চলছে। কিন্তু আমি মনে করি যে, টিকে থাকা কখনোই জীবনের চরম সার্থকতা হতে পারে না। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হলেও মানুষের ক্ষেত্রে তো কখনোই না। হ্যা, টিকে থাকা সার্থকতা; কিন্তু সেটা বীরের মত টিকে থাকা, ভয়হীনভবে টিকে থাকা, কাপুরুষের মত টিকে থাকা নয়। যারা সমাজের সাথে adjust করে চলে, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে তারা আর যাই হোক বীর তো কখনোই না; এরা সবাই Coward. সত্যিকারের Smart তারাই সমাজের রীতিনীতি, প্রচলিত নিয়মকানুনকে লাথ্থি মেরে সমাজে বসবাস করতে পারে; আসল Smart তারাই যারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার চিন্তা করে না বরং দুনিয়াকে বদলানোর চেষ্টা করে, যারা সমাজের পিন্ডি চটকাইতে সদা তৎপর থাকে। তারাই তো Real Smart. ''মানি না'' কথাটা বলা সবসময় সবার পক্ষে সহজ হয় না। মেনে চলার দলেই বেশী মানুষ থাকে, তারাই সবচেয়ে বেশী সংগঠিত। আর এটাও ঠিক যে, বেশীরভাগ মানুষ সবসময় ভুল হয়, Wrong হয় যে কোন ক্ষেত্রে; আর কম সংখ্যক মানুষ সর্বদা ঠিক হয় যে কোন ক্ষেত্রে - ইতিহাস এটাই বলে, ইহাই দুনিয়ার নিয়ম ( প্রকৃতির নিয়ম না অর্থাৎ Physics এর নিয়ম না )। আর ব্যাক্তিগতভাবে আমি সর্বদা সংখ্যালঘুর দলে থাকতেই পছন্দ করি, সংখ্যাগরিষ্ঠর দলে থাকতে একদমই পছন্দ করি না। পরিশেষে, আমি আমার মত সকল অসামাজিক ব্যাক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি, যারা প্রতি পদে পদে সমাজের প্রচলিত আইন কানুনকে চ্যালেন্জ জানায় এবং যারা মনে করে যে, ''নিয়ম তৈরী হয়েছে নিয়ম ভাঙার জন্য, মেনে চলার জন্য নহে।''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন